লকডাউন কেড়ে নিয়েছে সুর , হারিয়ে গেছে গান : মুরগি ব‍্যবসায় বাউল শিল্পী

12th October 2020 7:55 pm মালদা
লকডাউন কেড়ে নিয়েছে সুর , হারিয়ে গেছে গান : মুরগি ব‍্যবসায় বাউল শিল্পী


দেবাশীষ পাল ( মালদা ) : ‌ করোনার কারণে গানবাজনা বন্ধ হয়ে বসেছে এমনি এক মালদার বাউল শিল্পীরা। রুজিরুটি একমাত্র ভরসা ছিল গান। সেই একতারা, খঞ্জনি,সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গানকরে জীবিকা নির্বাহ করতেন। সেই মার্চ মাস থেকে বন্ধ গানবাজনা কবে আবার তাঁদের মঞ্চের আলোয় দেখবে কেউ যানে না।বাউল শিল্পীরা এখন না খেতে পেয়ে পেশা বদল করেন কেউ মুরগি বিক্রির কাজে নেমে পড়েছেন, কেউবা টোটো চালাচ্ছে, কেউবা সবজি বিক্রি করে সংসার চালাছে। এরকমই একজন মালদার দক্ষিণ কৃষ্ণপল্লীর সিংপাড়ার মনোজিৎ সিংহ বাউল। মঞ্চে মঞ্চে গান গাওয়ার পাশাপাশি তিনি আবার বাউল গানের শিক্ষকতাও করেন। নিজে গান গেয়ে এবং শিক্ষকতা করে উপার্জন করে সংসার চালাতেন। এখন বাউল গানের অনুষ্ঠা বন্ধ সেই ৭ মাস ধরে। ছাত্ররা এখন করোনা আবহে আর আসছেন না। সংসার চালাতে এখন মুরগি বিক্রি কাজে নেমেছেন তিনি। মহাজনের কাছ থেকে বড় মুরগি কিনে বাজারে বিক্রি করলে প্রচুর অর্থের প্রয়োজন। তাই মুরগি ছানা এনে বাড়ির ছাদে বড় করে বাজারে বিক্রি করছেন তিনি। এই করে এখন তাঁর কোনও রকমে চলছে সংসার। মনোজিত হিংহের ‘‌সপ্তসুর লোক সঙ্গীত সংস্থা’‌র আর কোনও বাইনা নেই। পুজো আর মাত্র কয়েকদিন। তাঁর দলের অন্য সদস্যদেরও একই অবস্থা। মনোজিত বলছেন,‘‌বাজার, হাট, ট্রেন, মেট্রো-‌সব খুলে দেওয়া হয়েছে।কিন্তু  আমাদের গানের অনুষ্ঠানের এখনও কোনও ব্যবস্থা করা হয় নি। সরকারের কাছে বিনম্র আবেদন, যেন আমাদেরও অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। তানা হলে শিল্পীরা এগিয়ে আসবেনা বড় হওয়ার স্বপ্ন ছেরে দেবে।সরকারের কাছে আবেদন আমাদের দিকে একটু দেখুন না হলে খেয়ে না জোটান কষ্ট হয়ে পরেছে।  এমনকী আত্মহত্যার ঘটনাও ঘটতে পারে।’‌





Others News